পিছিয়ে পড়েও আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিলো দশজনের ফ্রান্স।
প্যারিসের স্ট্যাড ডি ফ্যান্সে বেশ রোমাঞ্চ ছড়ায় দু’প্রতিবেশির লড়াই। ৯ মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেন প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পাওয়া টটেনহ্যাম ফরোয়ার্ড হ্যারি ক্যান।
২২ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।
৪৩ মিনিটে ব্লুজ’দের ২-১ গোলে এগিয়ে দেন জিবরিল সিদিব। ৪৭ মিনিটে লাল কার্ড দেখে রাফায়েল ভারানে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় ফ্রান্স।
৪৮ মিনিটে পেনাল্টি থেকে থ্রি-লায়নসদের সমতায় ফেরান হ্যারি ক্যান। কিন্তু ৭৮ মিনিটে উসমান ডেমবেলে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশামসের দল।
ওয়াই/